ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নারী ফুটবল বিশ্বকাপ পুরস্কার মূল্য বৃদ্ধি করল ফিফা

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী বিশ্বকাপ ফুটবলের পুরস্কার মূল্য ৩০০ শতাংশ বৃদ্ধি করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এতে করে ৩২ দলের প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫০ মিলিয়ন ডলারে। বাংলাদেশি টাকায় যা হল ১৬০৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৯৯১ সাল থেকে শুরু হয় নারী বিশ্বকাপ ফুটবল। প্রথমবার অংশগ্রহণ করেছিল ১২টি দেশ। ১৯৯৯ সালে দলের সংখ্যা বেড়ে হয় ১৬টি। ২০১৫ সালে দলের সংখ্যা আরও বাড়িয়ে ২৪ করেছিল ফিফা। ২০২৩ সালে নারী ফুটবল বিশ্বকাপে খেলবে ৩২টি দেশ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ। এই বিশ্বকাপ থেকেই বাড়ছে পুরস্কারমূল্য।

ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, নারীদের আরও অনেক বেশি প্রাপ্য। আমরা তাদের পাশে আছি। তাদের এই লড়াইয়ের পাশে আমরা থাকব। ২০২৬ সালে পুরুষদের বিশ্বকাপের সমান পুরস্কারমূল্য ২০২৭ সালের নারীদের বিশ্বকাপে দেয়ার আশ্বাসও দিয়েছেন ফিফা সভাপতি।

কাতার বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল ৪৪০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬৩৫ কোটি টাকা।

সূত্র: ইএসপিএন